
নিজস্ব প্রতিবেদক:
অদ্য ০৮ মার্চ ২০২৫ শনিবার কাওরান বাজারস্থ ন্যাশনাল লাইফ টাওয়ারে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর সভাপতি এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী।
সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও জনাব আবুল কালাম আজাদ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিইও মোঃ কাজিম উদ্দিন, সেক্রেটারী জেনারেল ও সেনা ইন্স্যুরেন্স পিএলসির সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মো: শফিক শামীম, জয়েন্ট সেক্রেটারী জেনারেল এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সিইও এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ নুরে আলম সিদ্দিকী, ফাইন্যান্স সেক্রেটারী ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মুন্সী মোঃ মনিরুল আলম, অর্গানাইজিং সেক্রেটারী ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির সিইও ড. একেএম সারোয়ার জাহান জামীল, নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির সিইও মোঃ ইমাম শাহীন, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির সিইও কাজী মোকাররম দস্তগীর, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও হাসান তারেক, ঢাকা ইন্স্যুরেন্স পিএলসির সিইও বায়েজিদ মুজতবা সিদ্দকী, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মুহাম্মদ নুরুল আলম চৌধুরী এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির সিইও চৌধুরী গোলাম ফারুক প্রমুখ।