ব্লকে ১৭ কোটি টাকার লেনদেন

নিউজ ডেস্ক:

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৪ লাখ ৯০ হাজার ৪৭৩টি শেয়ার ৫৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৭ কোটি ৪৪ লাখ ২০ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২০ মার্চ) ব্লকে সবচেয়ে বেশি খান ব্রাদার্সের ৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা আল-হাজ্ব টেক্সটাইলের ২ কোটি ৮০ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা ম্যারিকোর ২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধ