ব্লকে ১৯ কোটি টাকার লেনদেন

নিউজ ডেস্ক:
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৮ লাখ ৬০ হাজার ৬৩টি শেয়ার ৫৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ৩৬ লাখ ১৯ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৭ মার্চ) ব্লকে সবচেয়ে বেশি এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা উত্তরা ব্যাংকের ৪ কোটি ৮৮ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা বীচ হ্যাচারীর ২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসূচকের পতন, দর হারিয়েছে ২২১ শেয়ার
পরবর্তী নিবন্ধশেয়ারদর বৃদ্ধির কারণ জানে না এস. আলম কোল্ড