সাপ্তাহিক দরপতনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

নিউজ ডেস্ক:

বিদায়ী সপ্তাহে (১৬ মার্চ-২০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ৮ টাকা ৯০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিন্ডে বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১০১ টাকা ৯০ পয়সা। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংক পিএলসি শেয়ারদর কমেছে ৯ দশমিক ০৯ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৪০ পয়সা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জিল বাংলা সুগার মিলস, রবি আজিয়াটা, দুলামিয়া কটন, ওরিয়ন ইনফিউশন, সোনারগাঁও টেক্সটাইলস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ এবং এইচ আর টেক্সটাইস।

পূর্ববর্তী নিবন্ধ২০-৪০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে মুরগির বাচ্চা
পরবর্তী নিবন্ধসাপ্তাহিক লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস