জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন,বাংলাদেশ (জেবিএবি) কর্তৃক আয়োজিত ” ব্যাংকিং খাতে দুরবস্থা ও উত্তরণের উপায় ” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছেঃ

প্রেস রিলিজঃ

ব্যাংকিং খাতের পেশাজীবি সংগঠন জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)’র উদ্যোগে “ব্যাংকিং খাতে দুরবস্থা ও উত্তরণের উপায়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাজধানীর নয়াপল্টনস্থ শাংগ্রিলা ইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ, জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান এবং সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীনসহ বিভিন্ন ব্যাংকে কর্মরত চার শতাধিক কর্মকর্তা ও এসোসিয়েশন এর নেতৃবৃন্দ।

ইফতারের পূর্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়। এসোসিয়েশনের সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের আহবায়ক মোঃ ইকবাল হোসেন।

আলোচনায় বক্তারা ব্যাংকিং খাতের দূরবস্থার কথা তুলে ধরার পাশাপাশি ব্যাংকিং খাত স্বৈরাচারের দোসর মুক্তকরন, ফ্যাসিস্ট শাসনামলে পাচারকৃত অর্থ ফেরত আনা এবং ব্যাংকিং পেশায় স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর জোর দেন।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ছে
পরবর্তী নিবন্ধডিএসইর বাজার মূলধন কমলো আরও ৪০৫২ কোটি টাকা