দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ক্যাবলস

নিউজ ডেস্ক:

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হাইডেলবার্গ মেটেরিয়ালের শেয়ারদর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ড্রাগন সোয়েটারের শেয়ারদর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৮ শতাংশ বেড়েছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এইচ আর টেক্সটাইলস লিমিটেড, বিচ হ্যাচারি, আইসিবি এএমএসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, লাফার্জহোলসিম, ইভেন্স টেক্সটাইল, সোনারগাঁও টেক্সটাইল এবং এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান।

পূর্ববর্তী নিবন্ধলেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
পরবর্তী নিবন্ধশেয়ারবাজার উপদেষ্টা কমিটি বাতিল করল বিএসইসি