জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও উন্নয়ন সভা অনুষ্ঠিতঃ

নিজস্ব প্রতিবেদক:

১৩ এপ্রিল ২০২৫ রবিবার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে রাজধানীর ৫ তারকা হোটেল, হোটেল সোনারগাঁওয়ে দিনব্যাপী ঈদ পুনর্মিলনীর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসা সফল সংগঠন প্রধান সহ সারাদেশ থেকে আগত প্রায় অর্ধশতাধিক উন্নয়ন কর্মকর্তা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ঢাকা এরিয়ার উদ্যোগে ৩ কোটি ৬৫ লাখ টাকা দাবী পরিশোধ
পরবর্তী নিবন্ধপহেলা বৈশাখ আজ, স্বাগত ১৪৩২