তিন জেলায় ব্যাংক বন্ধ আজ

নিউজ ডেস্ক:

বাংলা বছরের শেষ দিন উপলক্ষে আজ রোববার (১৩ এপ্রিল) পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি। দিবসটি উপলক্ষে আজ পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ব্যাংকিং কার্যক্রম বন্ধ রয়েছে।

গত সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের আলোকে নির্বাহী আদেশে রোববার তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

দিবসটি উপলক্ষে তিন পার্বত্য জেলায় (রাঙ্গামাটি, খাগড়াছড়ি বান্দরবন) রোববার তফসিলি ব্যাংকসমূহের সকল শাখা ও উপশাখা বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন এর ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিল্পে গ্যাসের নতুন দরের ঘোষণা আজ
পরবর্তী নিবন্ধলেনদেনের সঙ্গে প্রধান সূচক কমেছে ৩৫ পয়েন্ট