
নিউজ ডেস্ক:
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির শেয়ারদর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৬ শতাংশ বেড়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারদর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৯ শতাংশ বেড়েছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- আরামিট লিমিটেড, শাহজীবাজার পাওয়ার, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন লুব্রিকেন্টস, সিকদার ইন্স্যুন্স এবং নর্দান ইসলামী ইন্স্যুরেন্স এবং কেডিএস এক্সেসরিজ লিমিটেড।