ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ঢাকা এরিয়ার উদ্যোগে ৩ কোটি ৬৫ লাখ টাকা দাবী পরিশোধ

নিজস্ব প্রতিবেদক

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর বৃহত্তর ঢাকা এরিয়া ৩ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবী পরিশোধ করেছে। ১৩ এপ্রিল ২০২৫ কোম্পানীর প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে আয়োজিত উন্নয়ন সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন গ্রাহকদেও মাঝে উক্ত টাকার চেক হস্তান্তর করেন।

এসময় তিনি বলেন, আমারা ২০২৪ সালে প্রায় ২১‘ শ কোটি টাকা বীমার প্রিমিয়াম আয় করেছি এবং দাবী পরিশোধ করেছি ১২’শ ৫ কোটি টাকা। এটাই আমাদের শ্রেষ্ঠত্ব। বীমা দাবী পরিশোধকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছি। ২০২৫ সালে আমরা আরো বেশী দাবী পরিশোধের উদ্যোগ নিয়েছি।

মোঃ কাজিম উদ্দিন আরো বলেন, সময়মতো দাবী পরিশোধ করা হলে বীমা গ্রাহকের হার বাড়বে। বাংলাদেশে জীবন বীমার অপার সম্ভবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বীমাকে এগিয়ে নিতে হবে। এতে দেশ ও জনগণের কল্যাণ সাধিত হবে।

কোম্পানীর সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম ও ভাইস প্রেসিডেন্ট মোঃ ওয়ালী উল্লাহ।

সভায় বৃহত্তর ঢাকা এরিয়ায় সিনিয়র পর্যায়ের উন্নয়ন কর্মকর্তাদের মধ্যে ময়মনসিংহ এরিয়া প্রধান ডিভিপি মোঃ মুশফিকুর রহমান, নেত্রকোনা এরিয়া প্রধান ডিভিপি পারভেজ উল্লাহ খান, টাঙ্গাইল এরিয়া প্রধান ডিভিপি নিখিল চন্দ্র বণিক, দোহার এরিয়া প্রধান ডিভিপি নয়ন কুমার রায়, জামালপুর এরিয়া প্রধান ডিভিপি আজিজুল হক, কিশোরগঞ্জ এরিয়া প্রধান এভিপি এ কে এম আসাদ উল্লাহ খান ও বিভিন্ন জোন প্রধানসহ প্রায় ২ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধসোনালী ব্যাংকের নতুন ডিএমডি হলেন মো. রেজাউল করিম
পরবর্তী নিবন্ধজেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও উন্নয়ন সভা অনুষ্ঠিতঃ