বাজারে কাঁচা আম বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি

নিউজ ডেস্ক:

বৈশাখের সঙ্গে কাঁচা আম এসেছে বাজারে। রাজধানীর প্রায় সব বাজারেই বিক্রি হচ্ছে কমবেশি। প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা দরে কিনছেন ক্রেতারা।

শনিবার (১৯ এপ্রিল) হাতিরপুল বাজারে দেখা গেছে, প্রায় প্রতিটি সবজির দোকানেই কাঁচা আম আছে, যেন এটাও এখন এক পদের সবজি। শখের বশে অনেকেই এসব আম কেনায় বেচাবিক্রি ভালো হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আবার অনেক এলাকার বাজারের পাশাপাশি রাস্তার পাশে ফুটপাতেও কাঁচা আম বিক্রি হচ্ছে। ক্রেতাদের নজর কাড়তে অনেকে আমগুলোকে পাতাসহ সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছেন।

বিজয় দাস নামের এক বিক্রেতা বলেন, কাঁচা মাখা খাওয়া, আমডাল, আবার কেউ আচারের জন্য এসব আম কিনছেন। বেশিরভাগ আম এসেছে ঢাকার আশপাশের জেলাগুলো থেকেই।

বৈশাখের সঙ্গে কাঁচা আম এসেছে বাজারে। রাজধানীর প্রায় সব বাজারেই বিক্রি হচ্ছে কমবেশি। প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা দরে কিনছেন ক্রেতারা

হাতিরপুল বাজারের বিক্রেতা ফরিদুল ইসলাম জানান, কারওয়ান বাজার থেকে পাইকারি এসব আম প্রতি পাল্লা (৫ কেজি) ২৭০ থেকে ৩০০ টাকায় কিনেছেন তিনি। বিক্রি করছেন ৮০ টাকা কেজি দরে।

তবে রামপুরা বৌ-বাজার এলাকায় আরও কমে আম বিক্রি করতে দেখা গেছে। সেখানে প্রতি কেজি আমের দাম ছিল ৬০ টাকা। বিক্রেতা হাসান বলেন, পাইকারি বাজারে একেক দিন দাম একেক রকম থাকে। ঝড়-বৃষ্টি হলে দাম একদম কমে যায়, আবার গরম বেশি হলে চাহিদা বাড়ে, দামও বাড়ে।

তিনি বলেন, নতুন বলে মানুষ বেশি দাম হলেও কিনছেন। কয়েকদিন পর আর এত দাম থাকবে না।

ওই বাজারে কাঁচা আম কিনছিলেন মনিকা হাসান। জানতে চাইলে তিনি বলেন, ডালের মধ্যে দিয়ে খাওয়ার জন্য নিচ্ছি। আবার কাঁচা আম ভর্তা বা মেখেও খাই।

তিনি বলেন, নতুন ফল বলে খেতে মন চায়। ঢাকায় কিনে খাওয়া ছাড়া উপায় নেই।

পূর্ববর্তী নিবন্ধনারী বিনিয়োগকারীদের নিয়ে বিআইসিএমের সেমিনার
পরবর্তী নিবন্ধআবারও সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ৬৮ হাজার টাকা