
নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। গত এক সপ্তাহেই প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ২০০ ডলার। এতে বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো মূল্যবান এ ধাতুর প্রতি আউন্সের দাম ৩ হাজার ২০০ ডলার ছাড়িয়ে গেছে।
ট্রাম্প প্রতিটি দেশের জন্য পৃথক শুল্ক আরোপের ঘোষণা দেবেন এমন আশঙ্কায় কয়েক দফায় বিশ্ববাজারে সোনার দাম বেড়ে মার্চের শেষ দিকে প্রথমবার প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ১৫০ ডলার ছাড়িয়ে যায়। তবে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর সোনার দামে বড় পতন হয়।
এরপর যুক্তরাষ্ট্রের ওপর চীন পাল্টা শুল্ক আরোপ করলে চীনের ওপর শুল্ক আরও বাড়ায় ট্রাম্প প্রশাসন। দুই দেশের এই শুল্ক যুদ্ধের মধ্যে আবারও হু হু করে বাড়ছে সোনার দাম। বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। এতে বর্তমানে দেশের বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা।
অবশ্য দেশের বাজারে সোনার দাম বাড়ানোর পর আবারও বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। দেশের বাজারে সর্বশেষ সোনার দাম নির্ধারণ করা হয় ১১ এপ্রিল। সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাজুসের সংশ্লিষ্ট কমিটি ১০ এপ্রিল বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৯৭১ টাকা বাড়িয়ে ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশের বাজারে এই দামেই সোনা বিক্রি হচ্ছে। দেশের বাজারে সোনার এতো দাম আগে কখনো হয়নি।
দেশের বাজারে যখন সোনার দাম নির্ধারণ করা হয়, তখন বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ১৪০ ডলার। এখান থেকে প্রায় ১০০ ডলার বেড়ে এখন বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৩ হাজার ২৩৬ দশমিক ৬০ ডলার।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের শুরুতে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৩১ ডলার। গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ এপ্রিল) দাম কিছুটা কমে ২ হাজার ৯৫৮ ডলারে নেমে আসে। এর প্রেক্ষিতে ৯ এপ্রিল দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়। তবে বিশ্ববাজারে দাম বাড়ার প্রেক্ষিতে ১১ এপ্রিল দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে।
এদিকে গত এক সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ২০০ ডলার বা ৬ দশমিক ৫৭ শতাংশ। এর মধ্যে সপ্তাহের শেষ দুই দিনেই বেড়েছে ১৫০ ডলারের ওপর। আর সপ্তাহের শেষ কার্যদিবসে বেড়েছে ৪৭ দশমিক ৫৬ ডলার বা ১ দশমিক ৪৯ শতাংশ।