
নিউজ ডেস্ক;
সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শুরু হয়। লেনদেনের একপর্যায়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক সর্বোচ্চ ৫৫ পয়েন্ট পর্যন্ত কমে যায়। তবে এরমধ্যে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের গুঞ্জন উঠে। রাশেদ মাকসুদ পদত্যাগ করছে এমন খবরে উচ্ছ্বসিত সাধারণ বিনিয়োগকারীরা। যার ইতিবাচক প্রভাব পড়েছে আজকের শেয়ারবাজারের লেনদেনে। ৫৫ পয়েন্ট পর্যন্ত কমে যাওয়ার দিনেই লেনদেন শেষে প্রধান সূচকে যোগ হয়েছে ২২ পয়েন্ট। সেই সঙ্গে অধিকাংশ শেয়ারের দরবৃদ্ধি পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র মতে, আজ রবিবার (২৭ এপ্রিল) সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৮৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৯৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩২ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএস-৩০’ সূচক বেড়েছে ৭ দশমিক ৪৭ পয়েন্ট।
আজ ডিএসইতে ৩৩৮ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬৭ কোটি ১৪ লাখ ৮৯ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৪টি কোম্পানির, বিপরীতে ৯৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।