রেনউইক যজ্ঞেশ্বরের লোকসান বেড়েছে ২১৬ শতাংশ

নিউজ ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডে গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে ২১৬ দশমিক ৪৩ শতাংশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৯ টাকা ০৫ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৮৬ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫ টাকা ৬১ পয়সা। গতবছর একই সময়ে ১৭ টাকা ৭৬ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ১১৪ টাকা ৬৯ পয়সা।

পূর্ববর্তী নিবন্ধপপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব বি এম ইউসুফ আলী ” Insurance Personality of the Year” হিসেবে“Arthakantha Business Excellence Award-2025-এ ভূষিত
পরবর্তী নিবন্ধসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় সামান্য বেড়েছে লেনদেন