শেয়ার হস্তান্তর করবেন ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক

নিউজ ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্ত পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক এস. এম. রেজাউল আলম তার স্ত্রী ফাহিমা হুসনার (কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার) কাছে কোম্পানির ৬০ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তর করবেন।

তিনি আগামী ৩০ এপ্রিলের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে সাড়ে ১০ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক
পরবর্তী নিবন্ধব্লকে ৯ কোটি টাকার লেনদেন