
নিউজ ডেস্ক:
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিম্নগতিতে লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়ালো ১৪৫ কোটি ১৩ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৬ এপ্রিল ) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৫ দশমিক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১২৬ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ২ দশমিক ৭০ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ৫ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৫২ ও ১৮৮৮ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৬টি, কমেছে ১৩৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ারের।