৬০ কোটি ডলার বিনিয়োগ করেও গ্যাস-বিদ্যুৎ পাচ্ছি না: মোস্তফা কামাল

নিউজ ডেস্ক:

কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে ৬০ কোটি ডলার বিনিয়োগ করেও দুই বছরে গ্যাস ও বিদ্যুৎ পাননি বলে অভিযোগ করেছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত এনবিআরের পরামর্শক কমিটির ৪৫তম সভায় এ অভিযোগ করেন তিনি। যৌথভাবে এ সভা আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

মোস্তফা কামাল বলেন, আমরাসহ অনেকেই কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) বিনিয়োগ করেছি। আমরা ৬০ কোটি ডলার বিনিয়োগ করেছি। তবে দুই বছরেও গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছি না। আমরা বিদেশিদের বিনিয়োগের জন্য ডাকছি, অথচ নিজের দেশের উদ্যোক্তারা জ্বালানি সংকটে ভুগছেন। এটা অবশ্যই গুরুত্বসহকারে দেখতে হবে। কারণ, বিদ্যুৎ ও গ্যাস বিনিয়োগের জন্য আবশ্যক।

বাণিজ্য মন্ত্রণালয়ের কঠোর তদারকির কারণে এবার রমজানে নিত্যপণ্যের দাম সর্বকালের মধ্যে সহনীয় পর্যায়ে ছিল বলেও মন্তব্য করেন মোস্তফা কামাল।

তিনি আরও বলেন, যারা কর দেন, তাদের ওপর আরও বেশি করের চাপ আসে। রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেকের ব্যাংক হিসাব, করনথি তল্লাশি করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ঢালাওভাবে তল্লাশি করে ব্যবসায়ীদের হয়রানি যেন না করা হয়- সে জন্য এনবিআরের প্রতি অনুরোধ জানান তিনি।

জাহাজশিল্পের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমানোর দাবি জানিয়ে এই শিল্প উদ্যোক্তা বলেন, দেশের জাহাজশিল্পে যন্ত্রপাতিতে এক শতাংশ শুল্ক ছিল। ১৯৯৬ সালে জাহাজকে শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে। কয়েক মাস আগে শুল্ক বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়। ফলে গত পাঁচ-ছয় মাসে একটি জাহাজও কেনা হয়নি। গত বছর এই খাত থেকে ৭৮ কোটি ডলার এসেছে। জাহাজশিল্পের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক এক শতাংশে নামিয়ে আনলে তা কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে সহায়তা করবে।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান প্রমুখ। সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধব্যবসাবান্ধব বাজেট প্রণয়নের আশ্বাস অর্থ উপদেষ্টার
পরবর্তী নিবন্ধরিজার্ভ ছাড়ালো ২৭ বিলিয়ন ডলার