আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর হজ বুথ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ২৮ এপ্রিল, ২০২৫ সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে হজ বুথের উদ্বোধন করেন।

উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, শীর্ষ নির্বাহীবৃন্দ এবং সম্মানিত হজযাত্রীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। আর এই হজ গমনেচ্ছুদের সহযোগিতা করার উদ্দেশ্য নিয়েই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল এবং সে লক্ষ্য পূরণে বিভিন্ন সেবা প্রদান করে যাচ্ছে। তিনি ব্যাংকের বিভিন্ন আকর্ষণীয় ডিপোজিট স্কিমগুলোর বর্ণনা করে হজযাত্রীদের সবাইকে শরীয়াহভিত্তিক ব্যাংকিংয়ের সাথে যুক্ত থাকার আহ্বান জানান। এসময় তিনি হজযাত্রীদের নিকট দোয়া প্রার্থণা ও তাদের সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠান শেষে ব্যবস্থাপনা পরিচালক হজযাত্রীদের হাতে ব্যাংকের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন। উদ্বোধনকৃত বুথের মাধ্যমে ব্যাংক পবিত্র হজ যাত্রীদের ফ্রি পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময়, হজ বিষয়ক তথ্য প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসূচকের পতনে বেড়েছে লেনদেন
পরবর্তী নিবন্ধওয়ালটনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন