
নিজস্ব প্রতিবেদক:
সাপ্তাহিক অর্থকন্ঠ পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর হোটেল
শেরাটনে ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য ২০ জন
ব্যবসায়ীকে ÒArthakantha Business Excellence Award-2025Ò প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে সম্মানিত অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আন্দ্রে কার্স্টেনস
এবং ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসুদুপুই। সভাপতিত্ব করেন অর্থকন্ঠ পত্রিকার
প্রতিষ্ঠাতা ও সম্পাদক এনামুল হক এনাম। উক্ত অনুষ্ঠানে পপুলার লাইফ ইনস্যুরেন্স
কোম্পানী লিমিটেড এর মাধ্যমে বীমা খাতে বিশেষ অবদান রাখায় “Insurance Personality of the Year” হিসেবে জনাব বি এম ইউসুফ আলীকে “ÒArthakantha Business Excellence Award-2025-এ“ প্রদান করা হয়। ছবিতে প্রধান অতিথির নিকট
থেকে বি এম ইউসুফ আলীকে এ্যাওয়ার্ড গ্রহণ করতে দেখা যাচ্ছে।