
নিউজ ডেস্ক:
বিদায়ী সপ্তাহে (২০ এপ্রিল-২৪ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। তাতে সপ্তাহ শেষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির ১৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৩৭ শতাংশ অবদান অগ্নি সিস্টেমসের।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের সপ্তাহজুড়ে ১০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে আসা বিএসসির বিদায়ী সপ্তাহে শেয়ার হাতবদল হয়েছে ৯ কোটি ৭০ লাখ টাকা।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- শাহজিবাজার পাওয়ারের ৮ কোটি ৯৪ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের ৮ কোটি ৭৬ লাখ টাকা, ফাইন ফুডের ৮ কোটি ৬৩ লাখ টাকা, এসিআই লিমিটেডের ৭ কোটি ৮৮ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ৬ কোটি ৮ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৭৯ লাখ টাকা এবং লাভেলো আইসক্রীমের ৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার।