আবারও হোন্ডার মোটরসাইকেল সরবরাহ করবে এটলাস

নিউজ ডেস্ক:

আবারও হোন্ডা ব্র্যান্ডের সব মডেলের মোটরসাইকেল ডিপিএম প্রক্রিয়ায় এককভাবে সরবরাহ করবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল)। এজন্য বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান এবিএল এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের (বিএইচএল) মধ্যে চুক্তি সই হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের কনফারেন্স রুমে এ চুক্তি হয়। এই চুক্তির ফলে হোন্ডা ব্র্যান্ডের সব মডেলের মোটরসাইকেল ডিপিএম প্রক্রিয়ায় এককভাবে এটলাস বাংলাদেশ লিমিটেড সরবরাহ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব এম. এ. কামাল বিল্লাহ, বিএসইসির পরিচালক (অর্থ), পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (বাণিজ্যিক), পরিচালক (উৎপাদন ও প্রকৌশল), সচিব, বিএসইসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এবিএল’র ব্যবস্থাপনা পরিচালক আজিবর রহমানসহ এবিএল’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ২৯ দিনে এলো পৌনে ৩২ হাজার কোটি টাকার প্রবাসী আয়
পরবর্তী নিবন্ধচুক্তির মেয়াদ শেষে নবায়নের আহ্বান