রেকিট বেনকিজারের আয় বেড়েছে

নিউজ ডেস্ক;

শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ১ শতাংশ।

মঙ্গলবার (৬ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৩২ টাকা ৪৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩২ টাকা ১০ পয়সা আয় হয়েছিল।

আলোচিত প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৭৯ টাকা ৬৪ পয়সা, যা গত বছর একই সময়ে ৫৯ এাকা ২৩ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮৩ টাকা ৯ পয়সা।

পূর্ববর্তী নিবন্ধব্লকে ৩১ কোটি টাকার লেনদেন
পরবর্তী নিবন্ধএকদিনের ব্যবধানে আবারও বাড়লো সোনার দাম