সাপ্তাহিক লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

নিউজ ডেস্ক;

বিদায়ী সপ্তাহে (২৫ এপ্রিল-২৮ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। তাতে সপ্তাহ শেষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির গড়ে ২৮ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৮ দশমিক ১৬ শতাংশ অবদান স্কয়ার ফার্মার।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির সপ্তাহজুড়ে গড়ে ১৪ কোটি ১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে আসা মিডল্যান্ড ব্যাংকের বিদায়ী সপ্তাহে শেয়ার হাতবদল হয়েছে গড়ে ১৩ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাভেলো, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, বিএসসি, সিটি ব্যাংক, শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো ফার্মা।

পূর্ববর্তী নিবন্ধসপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও অপরিবর্তীত
পরবর্তী নিবন্ধসাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক