দর বৃদ্ধির শীর্ষে বারাকা পতেঙ্গা পাওয়ার

নিউজ ডেস্ক;

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০ প্রতিষ্ঠানের মধ্যে ১৭৩টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০৫ মে) ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের শেয়ার দর ৯ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের দর বেড়েছে ৯ দশমিক ৬৪ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক, হাক্কানি পাল্প, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, সমতা লেদার, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড এবং এস.আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।

পূর্ববর্তী নিবন্ধপ্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পরবর্তী নিবন্ধলেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি