দর বৃদ্ধির শীর্ষে ব্যাংক এশিয়া

নিউজ ডেস্ক:

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ প্রতিষ্ঠানের মধ্যে ২৯০টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ব্যাংক এশিয়া পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (০৪ মে) ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ১০ দশমিক ৪২ শতাংশ।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা আরডি ফুডের শেয়ার দর ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, কেডিএস এক্সেসরিজ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।

পূর্ববর্তী নিবন্ধলেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
পরবর্তী নিবন্ধএনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত