বাটা সু’র আয় বেড়েছে ১০১ শতাংশ

নিউজ ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা সু বাংলাদেশ লিমিটেড ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছর একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে দ্বিগুণেরও বেশি বা ১০০ দশমিক ৫৯ শতাংশ।

বুধবার (১৪ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৯২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৩ টাকা ৪২ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিল ৪৮ টাকা ০৬ পয়সা, যা আগের বছরে ছিলো ১৯ টাকা ৯৫ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪৭ টাকা ১৫ পয়সা।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধপ্রগতি ইন্স্যুরেন্সের আয় কমেছে