লেনদেনের শুরুর প্রথম ঘণ্টায় ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : ঈদের আগে ও পরে টানা দরপতনের পর রোববার (৮ মে) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে মূল্যসূচক। সেই সঙ্গে লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে।

প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ১৯ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া অর্ধেকের বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। আর লেনদেন হয়েছে প্রায় তিনশ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের শুরুতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে। সেই সঙ্গে সূচক ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ১০ পয়েন্ট বেড়ে যায়। তবে পরের ২০ মিনিট বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমতে থাকে। এতে লেনদেনের ২০ মিনিটের মাথায় সূচক ঋণাত্মক হয়ে পড়ে।

অবশ্য এরপর আবার বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে, যা লেনদেনের প্রথম ঘণ্টাজুড়েই অব্যাহত থাকে। এতে ঋণাত্মক অবস্থা থেকে বেরিয়ে আবার ঊর্ধ্বমুখী হয় সূচক।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ২১ পয়েন্টে বেড়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক কমেছে দশমিক শূন্য ২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।

এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৯৭টির। আর ৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩০৩ কোটি ৪৩ টাকা।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ছয় কোটি ২৫ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৫২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

পূর্ববর্তী নিবন্ধ১ বছরে রিলায়্যান্সের আয় ১০ হাজার কোটি ডলার
পরবর্তী নিবন্ধ১১০ টাকা লিটারেই সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি