মার্কেন্টাইল ব্যাংক ও নাজিহার টেক-এর মধ্যে চুক্তি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : গ্রাহকদের দ্রুত, নিরাপদ অনলাইন এবং প্রযুক্তিভিত্তিক উন্নত কোর ব্যাংকিং সেবা প্রদানের জন্য মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও নাজিহার টেক লিমিটেড (এনটেক) এর মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে।

এই চুক্তির মাধ্যমে, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড বিদ্যমান কোর ব্যাংকিং সলিউশন Temenos T24 সফটওয়্যারের পরিষেবা পরিচালনার সুবিধা পাবে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এর পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম চৌধুরী এবং নাজিহার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব জিল্লুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব‌্যাংকের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মতি উল হাসান, ডিএমডি আদিল রায়হান, ডিএমডি শামীম আহমেদ, ডিএমডি হাসনে আলম, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সিএফও তাপস চন্দ্র পাল এবং নাজিহার টেক লিমিটেডের পরিচালক মেজবাউর রহমান, পরিচালক মো. মশিউর রহমান, পরিচালক ও সিটিও চৌধুরী ফখরুদ্দিন মাহমুদ সিদ্দীকি এবং পরিচালক ও সিইও মো. রায়হান উদ্দিন সরকার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমেঘনা ইন্স্যুরেন্সের আইপিওর আবেদন শুরু ১১ মে থেকে
পরবর্তী নিবন্ধ১ বছরে রিলায়্যান্সের আয় ১০ হাজার কোটি ডলার