শেয়ার বেচাকেনা হবে ইন্দো-বাংলা ফার্মার

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের উদ্যোক্তাদের মধ্যে শেয়ার বেচাকেনার ঘোষণা দেওয়া হয়েছে। আর এই শেয়ার ব্লক মার্কেটের মাধ্যমে বেচাকেনা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানির শেয়ার বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন উদ্যোক্তা বেলাল খান। আর এই শেয়ার কিনবেন ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক। তিনিও কোম্পানির উদ্যোক্তা পরিচালক।

ঘোষণা অনুযায়ী, বেলাল খান ৩৪ লাখ ৪৮ হাজার ৩০৬টি শেয়ার বিক্রি করবেন। আর আনোয়ারুল হক তা কিনবেন। আর তাদের শেয়ার বেচাকেনা আগামী ২৫ মের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে করবে।

পূর্ববর্তী নিবন্ধকাতারে শ্রমবাজার বাড়াতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রীর কর্মসংস্থান সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর বৈঠক
পরবর্তী নিবন্ধমার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপি ২০০ ছাড়ালো