নিজস্ব প্রতিবেদক : আর্থিক প্রতিষ্ঠানে কর্মরতদের বিদেশ ভ্রমণের শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। হজ-ওমরাসহ বিশেষ প্রয়োজন ও চিকিৎসার জন্য নিজস্ব অর্থায়নে বিদেশ যেতে পারবেন তারা।
রোববার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ প্রয়োজনে নিজস্ব অর্থায়নে বিদেশে যেতে পারবেন। ২০২২ সালের পবিত্র হজ পালন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশ থাকা সাপেক্ষে জরুরি চিকিৎসার জন্য বিদেশ যেতে পরবেন তারা। আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিকরা নিজ দেশে যাবেন এবং বিদেশি আয়োজক সংস্থার সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ ও স্টাডি ট্যুর, ওয়ার্কশপ ও এক্সপোজার ভিজিট সভা ও সেমিনারে অংশ নিতে পারবেন।