সচল হলো সিলেট ওসমানী বিমানবন্দর

সিলেট প্রতিনিধি : বন্যা কবলিত হয়ে ছয় দিন বন্ধ থাকার পর সচল হলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে বিমান চলাচল শুরু হয়েছে।

বিমানবন্দরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এদিন সকাল থেকে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চলাচল শুরু করেছে। দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে গেছে।

রানওয়েতে বন্যার পানি চলে আসায় গত ১৭ জুন বিকেল থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। পরিবর্তন করা হয় লন্ডন ফ্লাইটের শিডিউল। দু’দিন পর রানওয়ের পানি নেমে গেলেও এপ্রোচ লাইট তলিয়ে থাকায় বিমানবন্দর চালু করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধফের রাশিয়া থেকে গম কেনার চেষ্টায় বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসপ্তাহের শেষ কার্যদিবস ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের কল্যানে শেয়ারবাজারের সূচক ঊর্ধ্বমুখী