১১ মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে বেশ কয়েক দফায় বেড়েছে চালের দাম। ক্রমবর্ধমান এ দাম নিয়ন্ত্রণে রাখতে চালের আমদানি শুল্ক হ্রাস ও বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

তাই দীর্ঘ ১১ মাস বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।
শনিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ভারত থেকে ৭৪ টন চালসহ দুটি ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে আবারও চাল আমদানি শুরু হয়। নওগাঁর একে ট্রেডিং নামে এক আমদানিকারক এসব চল আমদানি করেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলানিউজকে বলেন, চালের ওপরে ৬২ দশমিক পাঁচ শতাংশ শুল্ক আরোপ থাকায় গত ৩১ আগস্টের পর থেকে বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। সম্প্রতি সরকার চালের আমদানি শুল্ক কমিয়ে ২৫ শতাংশ করায় ও আমদানির অনুমতি দেওয়ার ১১ মাস পর আবারও বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে।

তিনি আরও বলেন, এ চাল আমদানির ফলে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি বন্দর কতৃপক্ষের দৈনন্দিন আয়ও বাড়বে। সেইসঙ্গে বন্দরে কর্মরত শ্রমিকদের আয়ও বাড়বে। কাস্টমসের সব প্রক্রিয়া শেষে আমদানিকারকরা চাল যেন দ্রুত খালাস করে দেশের বাজারে ছাড়তে পারে এজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভবিষ্যতের কথা চিন্তা করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের শরীআহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার