এপিএ চুক্তি বাস্তবায়নে আবারও প্রথম সোনালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : ২০২১-২২ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে সোনালী ব্যাংক লিমিটেড অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সকল রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ও এপিএ ফোকাল পয়েন্ট মাকছুমা আক্তার বানু স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

২০২০-২১ অর্থবছরেও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে সোনালী ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সকল রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছিল। এই ধারাবাহিকতা ধরে রেখে আবারও এপিএ চুক্তি বাস্তবায়নে সোনালী ব্যাংক প্রথম স্থান অর্জন করলো।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি কনটেইনার ডিপোর হ্যান্ডলিং চার্জ কমলো ৫ শতাংশ
পরবর্তী নিবন্ধভিন্ন দেশ থেকে জ্বালানি-খাদ্য আমদানিতে বাধা নেই: তৌফিক-ই-ইলাহী