নিজস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে নিয়ন্ত্রণহীনভাবে। মূল্যস্ফীতির চাপে দিশেহারা এখন সাধারণ মানুষ। এসব বিবেচনায় নিয়ে গ্রাহকদের কিছুটা স্বস্তি দিতে পণ্য কেনায় বাড়তি সুবিধা দিচ্ছে দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়ালকার্ট লিমিটেড।
ওয়ালটন ও মার্সেলের নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটর কেনায় সর্বোচ্চ ২৩ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ওয়ালকার্ট।
ওয়ালকার্টের চিফ অপারেটিং অফিসার (সিওও) শওকত ইলাহী জানান, সব ধরনের জিনিপসত্রের দাম এখন মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। ইচ্ছা আর প্রয়োজন থাকলেও এখন একটা পণ্য কিনতে কয়েকবার ভাবতে হচ্ছে মানুষকে। অনলাইনভিত্তিক এই ই-কমার্স প্রতিষ্ঠানটি বরাবরই গ্রাহকদের সুবিধার দিকে বিশেষ নজর রাখছে। এরই অংশ হিসেবে মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন এবং দেশের জনপ্রিয় ব্যান্ড মার্সেলের ফ্রিজ কেনায় বিশেষ ছাড় দিচ্ছে ওয়ালকার্ট।
তিনি জানান, ওয়ালকার্ট থেকে নির্দিষ্ট মডেলের ওয়ালটন ও মার্সেলের ফ্রিজ কেনায় এই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর, ২০২২) থেকে। ওয়ালকার্টের ‘মেগা ডিল’ ক্যাম্পেইনের আওতায় চলমান এই সুবিধা গ্রাহকরা পাবেন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
ওয়ালকার্ট থেকে ওয়ালটন ও মার্সেলের এসব পণ্য কিনতে- https://cutt.ly/WCeM2Wa এই লিঙ্ক ব্যবহার করা যাবে। এছাড়াও বিস্তারিত জানতে ভিজিট করা যাবে ওয়ালকার্টের ওয়েবসাইট-https://www.walcart.com/|
জানা গেছে, ওয়ালকার্টের এই ছাড়ের আওতায় ওয়ালটনের ৩৬ হাজার ৪৯০ টাকার ফ্রিজটি ২০ শতাংশ ছাড়ে কেনা যাচ্ছে ২৯ হাজার ১৯২ টাকায়। ৩৬ হাজার ৯৯০ টাকার ফ্রিজটি ১৮ শতাংশ ছাড়ে কেনা যাবে ৩০ হাজার ৩৩২ টাকায়। ৪৪ হাজার ৪৯০ টাকার ফ্রিজটি ২৩ শতাংশ ছাড়ে কেনা যাচ্ছে ৩৪ হাজার ২৫৭ টাকায়, ৩৯ হাজার ৯৯০ টাকার ফ্রিজটি ১৯ শতাংশ ছাড়ে গ্রাহকরা পাচ্ছেন ৩২ হাজার ৩৯২ টাকায়। এছাড়া ওয়ালটনের ৩৩ হাজার ৪৯০ টাকার ফ্রিজ ১৭ শতাংশ ছাড়ে কেনা যাচ্ছে ২৭ হাজার ৭৯৭ টাকায়। ২০ শতাংশ ছাড়ে ওয়ালটনের ৩৭ হাজার ৪৯০ টাকার ওয়ালটনের ফ্রিজ পাওয়া যাচ্ছে ২৯ হাজার ৯৯২ টাকায় এবং ৮২ হাজার ৪৯০ টাকার ফ্রিজে থাকছে ১৯ শতাংশ ছাড়। কেনা যাচ্ছে ৬৬ হাজার ৮১৭ টাকায়।
এদিকে, মার্সেলের ৩৬ হাজার ৪৯০ টাকার ফ্রিজটি ২০ শতাংশ ডিসকাউন্টে কেনা যাবে ২৯ হাজার ১৯২ টাকায়। ২০ শতাংশ ছাড়ে মার্সেলের ৩৭ হাজার ৪৯০ টাকার ফ্রিজটি গ্রাহকরা পাচ্ছেন ২৯ হাজার ৯৯২ টাকায়। ২৩ শতাংশ ছাড়ে ৪০ হাজার ৪৯০ টাকার মার্সেল ফ্রিজ পাওয়া যাচ্ছে ৩১ হাজার ১৭৭ টাকায় এবং মার্সেলের ৩৫ হাজার ৪৯০ টাকার ফ্রিজটি ১৮ শতাংশ ছাড়ে গ্রাহক পাচ্ছেন মাত্র ২৯ হাজার ১০২ টাকায়।
জানা গেছে, এসব ডিসকাউন্টের পাশাপাশি ফ্রিজ কেনায় ৩৬ মাসের ইএমআই সুবিধা দিচ্ছে ওয়ালকার্ট। থাকছে ফ্রি ডেলিভারি সুবিধা।
উল্লেখ্য, ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের এক্সক্লুসিভ পার্টনার ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। গ্রাহকরা ওয়ালকার্ট থেকে বিভিন্ন সুবিধাসহ খুব সহজেই ওয়ালটন ও মার্সেল ব্র্যান্ডের পণ্য কিনতে পারছেন।