কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৯ জন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) ভোরের দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের আলাউদ্দিন নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার ৭নং হোগলবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শশীধরপুর গ্রামের মৃত বারি দফাদারের ছেলে গাফফার (৩৮), একই এলাকার আজিল পরামাণিকের ছেলে সানোয়ার (৪০) ও জাহিদ।
তারা দৌলতপুর থেকে রাজবাড়ীতে পেঁয়াজ কেনার জন্য নসিমন যোগে যাচ্ছিলেন।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, সবজিবোঝাই একটি শ্যালোইঞ্জিন চালিত নসিমনের চালক আরেকটি নসিমনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীতমুখী একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এ ত্রিমুখী সংঘর্ষে নসিমনে থাকা তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় আরও যাত্রীরা আহত হয়। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মরদেহগুলো একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওসি।
কুমারখালি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বখতিয়ার হোসেন বলেন, ট্রিপল নাইনে ফোন পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।