লেনদেন কমেছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সূচকের উত্থান ধারা অব্যাহত থাকলেও আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫১২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৯ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৬৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৪ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৮৫ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ১ হাজার ২১৬ কোটি ৯৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৫০২ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৮৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৭৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৪৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত আছে ১১১টির। দিন শেষে সিএসইতে ৮৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধকারো বিরুদ্ধে অভিযোগ নেই: বিদায়ী আইজিপি