নিজস্ব প্রতিবেদক : কৃষিভিত্তিক বিভিন্ন ব্যবসাকে আরও উৎপাদনমুখী করার লক্ষ্যে বিশ্বের অন্যতম বৃহৎ পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের পথিকৃৎ প্রতিষ্ঠান ‘মেটাল’।
সব কার্যক্রমে ওরাকল ইআরপি প্রযুক্তির ব্যবহার উন্নয়ন ও পরিবর্ধনের জন্য প্রতিষ্ঠানটি চুক্তিবদ্ধ হয়েছে।
মেটালের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডব্লিউসির বাংলাদেশের ম্যানেজিং পার্টনার মো. মামুন রশিদ, মেটালের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাদিদ জামিল, গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম এম ফরহাদ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা।