এক টাকা করে লভ্যাংশ দেবে আমান ফিড

নিজস্ব প্রতিবেদক ; শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান ফিড লিমিটেড। জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এতে শেয়ারপ্রতি এক টাকা করে লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২২ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮৪ পয়সা। সেখান থেকে কোম্পানিটির ১৩ কোটি ৯ লাখ ৭০ হাজার ৪০০ শেয়ারের মধ্যে ৩৬ দশমিক ৭৪ শতাংশ সাধারণ শেয়ারহোল্ডারদের ১ টাকা করে নগদ লভ্যাংশ দেওয়া হবে। ৬৩ দশমিক ২৬ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের শেয়ারের কোনো লভ্যাংশ দেওয়া হবে না।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর। তার জন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর। ২০১৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটির ২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫২ টাকায়।

পূর্ববর্তী নিবন্ধপিডব্লিউসির সঙ্গে মেটালের চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধমেরিটাইম অফশোর একটি সম্ভাবনাময় খাত : শিল্পমন্ত্রী