নিউজ ডেস্ক : গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে বিডিকম অনলাইন। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষস্থান দখল করেছে প্রতিষ্ঠানটি।
গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৩০ দশমিক ৪৬ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ২১ টাকা ২০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৪৮ টাকা ৪০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৬৯ টাকা ৬০ পয়সা।
অবশ্য এই দরপতনের আগে এক মাস ধরে কোম্পানিটির শেয়ারের দাম বাড়ে। এক মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দ্বিগুণের বেশি হয়ে যায়। গত ১২ সেপ্টেম্বর কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৩২ টাকা ১০ পয়সা। সেখান থেকে বাড়তে বাড়তে ১২ অক্টোবর প্রতিটি শেয়ারের দাম ৭৫ টাকা ১০ পয়সায় ওঠে। এমন অস্বাভাবিক দাম বাড়ার পরই কোম্পানিটির শেয়ার পতনের মধ্যে পড়েছে।
শেয়ারের দামে এমন উত্থান-পতন হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। তার আাগে ২০২০ সালেও ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
তবে ২০১৯ সালে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস শেয়ার, ২০১৮ সালে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার, ২০১৭ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার এবং ২০১৬ সালে ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
এদিকে, দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার টাকার। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১১ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার টাকা।
বিডিকম অনলাইনের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল দি পেনিনসুলা চিটাগাং। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ২৩ দশমিক ৯৭ শতাংশ। ২১ দশমিক ৬১ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম।
গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা ফারইস্ট নিটিংয়ের ১৯ দশমিক ১১ শতাংশ দাম কমেছে। এছাড়াও আফতাব অটমোবাইলের ১৮ দশমিক শূন্য ২ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ১৭ দশমিক ৮৮ শতাংশ, রতনপুর স্টিল রি-রোলিং মিলসের ১৭ দশমিক শূন্য ৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৬ দশমিক ৮৭ শতাংশ, ইউনিক হোটেলের ১৫ দশমিক ১৪ শতংশ এবং অ্যাডভেন্ট ফার্মার ১৪ দশমিক ৫৮ শতাংশ দাম কমেছে।