পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

নিউজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য শভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

লভ্যাংশ ঘোষণা করা দুটি কোম্পানি হলো: এমজেএল বাংলাদেশ লিমিটেড ও কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এমজেএল বাংলাদেশ: এমজেএল বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.৩৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭.৫৩ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ ডিসেম্বর বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা ১৭ নভেম্বর।

কাশেম ইন্ডাস্ট্রিজ: কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৯পয়সা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৬৪ টাকায়। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৮ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা ১৫ নভেম্বর।

পূর্ববর্তী নিবন্ধসারাদেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন: প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধশেয়ারবাজারে পতন ধারা অব্যাহত থাকলেও সূচকের উত্থান