ফারইস্ট লাইফে নথি ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ

নিউজ ডেস্ক : কর্মকর্তাদের দাপ্তরিক কাজের উন্নয়নের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নথি ব্যবস্থাপনা বিষয়ের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নিজ কার্যালয়ের রজনীগন্ধ্যা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করা হয় বলে কোম্পানি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ড. মো. ইব্রাহীম হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির উপদেষ্টা ড. মো. ফয়জুর রহমান ফারুকী, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) সামিরা ইউনুস, সহকারী পরিচালক এনামুল হক খান, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহিমসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে নথি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেন এসভিপি এবং ট্রেনিং ও রিসার্চ একাডেমির ইনচার্জ মো. শাহাদত হোসেন হাজারী, পলিসি হোল্ডার সার্ভিসেস ডিপার্টমেন্টের এসভিপি মো. আরিফ মোর্শেদ, এবং পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার মো. আব্দুল কাদের।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিণতি ভোগ করছি আমরা: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে