নিজস্ব প্রতিবেদক : সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে শিক্ষার্থীদের যাবতীয় ফি আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক ও সরকারি বঙ্গবন্ধু কলেজের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। ডিজিটাল ব্যাংকিং সেবা শিক্ষার্থীদের নাগালে পৌঁছে দিতে রোববার (৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়।
সই করা চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহুরুল আলম।
চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস, মো. আরশাদ হোসেন, সরকারি বঙ্গব্ন্ধু কলেজের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, প্রভাষক মো. শহীদ সরওয়ার মজুমদার ও মো. সাগর হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ চুক্তির ফলে সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীরা ঘরে বসে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তাদের যাবতীয় বেতন-ফি-চার্জ পরিশোধ করতে পারবেন।