দেশে কোনো ডলার সংকট নেই: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে কোনো ডলার সংকট নেই। অর্থ পাচার বন্ধ করতে আমদানি রফতানিতে এলসি দিতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে সরকার।

মঙ্গলবার (৮ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ফুটবল ইভেন্টের ফাইনাল খেলা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় আব্দুল মোমেন জানান, দেশে খনিজ ও জ্বালানি সম্পদের সংকট রয়েছে। এ সংকট সারাবিশ্বেও বিদ্যমান। বিশ্বজুড়েই বর্তমানে গ্যাসের সংকট চলছে। বাংলাদেশেও গ্যাসের সংকট আছে।

চলমান গ্যাস সংকট মোকাবেলায় চীন বাংলাদেশকে গ্যাস দেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।

পূর্ববর্তী নিবন্ধ২ হাজার ১৭০ ভরি সোনা বিক্রি করবে কেন্দ্রীয় ব্যাংক
পরবর্তী নিবন্ধঅনাবাদি জমি খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর