পূবালী ব্যাংকের সঙ্গে এসএসডি-টেকের চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি : পূবালী ব্যাংক লিমিটেড সম্প্রতি ইন্টারনেট ব্যাংকিং/পাই ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে কার্নিভাল ইন্টারনেট বিল দেওয়ার জন্য এসএসডি-টেক লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও এডিসি বিভাগের প্রধান মো. রবিউল আলম এবং এসএসডি-টেক লিমিটেডের ডিরেক্টর আদনান রিজভী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় পূবালী ব্যাংক লিমিটেডের গ্রাহকরা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং/পাই মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে এসএসডি-টেক লিমিটেডের কার্নিভাল ইন্টারনেট বিল পরিশোধ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের চিফ টেকনিক্যাল অফিসার ও মহাব্যবস্থাপক জাভেদ হাসান, আইসিটি অপারেশন ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন, হেড অব কার্ডস ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায়, সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক ইন্দ্র মোহন সূত্রধর এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক আজুবা খন্দকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসাসটেইনেবেলিটি রিপোর্ট প্রকাশ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক
পরবর্তী নিবন্ধএলসি খোলা বন্ধের তথ্য সঠিক নয়: বাংলাদেশ ব্যাংক