নিজস্ব প্রতিবেদক : মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ও ট্রেডএক্স-এর মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এর ফলে মিডল্যান্ড ব্যাংক অনলাইন সাপ্লাই চেইন অর্থায়ন প্ল্যাটফর্ম ট্রেডএক্স-এর সঙ্গে যুক্ত হয়েছে। এখন থেকে মিডল্যান্ড ব্যাংক অন্যান্য ব্যাংকিং ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এই ফ্যাক্টরিং সাপ্লাই চেইন অর্থায়ন প্ল্যাটফর্মে ‘বিড’ করবে।
ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে ১৭ নভেম্বর মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান এবং ট্রেডএক্স-এর প্রতিষ্ঠাতা কোম্পানি থিংক বিগ সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মাসরুর রিয়াজ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. জাভেদ তারেক খান, ক্রেডিট ডিভিশনের প্রধান মোস্তফা সারওয়ার, এসএমই ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. আহসান জামিল হোসেন এবং থিংক বিগ সলিউশনের চিফ বিজনেস অফিসার আব্দুল মাবদুর তুষার এবং অ্যাসিস্টেন্ট প্রোডাক্ট অফিসার কায়েস আহমেদ প্রান্তসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাহী ও অফিসাররা।