নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংকের ১৩ জন মহাব্যবস্থাপককে (জিএম) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত একটি এক প্রজ্ঞাপন জারি করেছে।
উপসচিব মীনাক্ষী বর্মনের সই করা এক প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত খাতের সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংকে একজন জিএম থেকে পদোন্নতি পেয়ে ডিএমডি হয়েছে। জনতা ব্যাংকে হয়েছেন তিন জন। রূপালী ব্যাংকে চার জন জিএম ডিএমডি হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংক, বেসিক ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকে একজন করে কর্মকর্তা ডিএমডি হয়েছেন।
এছাড়া ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) একজন ডিএমডি হয়েছেন।
জিএম থেকে পদোন্নতি পেয়ে ডিএমডি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- সোনালী ব্যাংকের সুভাষ চন্দ্র দাস, জনতা ব্যাংকের মোহাম্মদ সাইফুল আলম, দেলওয়ারা বেগম, শ্যামল কৃষ্ণ সাহা, আইসিবির আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের জাহাঙ্গীর হোসেন, বেসিক ব্যাংকের খান ইকবাল হাসান, আবুল কালাম আজাদ, রূপালী ব্যাংকের কাজী ওয়াহিদুল ইসলাম, তাহমিনা আখতার, পারসুমা আলম, গোলাম মুরতুজা এবং কর্মসংস্থান ব্যাংকের মেহের সুলতানা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ বা পদোন্নতি ও পদায়ন বিষয়ক নীতিমালা ২০১৯ ও সরকার কর্তৃক সময়ে সময়ে জারি করা নীতিমালা ও প্রজ্ঞাপন দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।
‘পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের পদোন্নতি প্রদানের অব্যবহিত পূর্বের কর্মস্থলে (ইনসিটু) পদায়ন করা হলো।’
কৃষি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকে নতুন এমডি
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অপর এক প্রজ্ঞাপনে বাংলাদেশ কৃষি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।
জনতা ব্যাংকের ডিএমডি আব্দুল জব্বারকে কৃষি ব্যাংকে এবং একই ব্যাংকের ডিএমডি শেখ মো. জামিনুর রহমানকে পল্লী সঞ্চয় ব্যাংকে পদোন্নতি দিয়ে এমডি করা হয়েছে।
কৃষি ব্যাংকের নতুন এমডি ২৬ নভেম্বর ও পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি ১ ডিসেম্বর কর্মস্থলে যোগদান করবেন।