সরকারি গুদামে দ্বিগুণ খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : সরকারি গুদামে যে পরিমাণ খাদ্য মজুত থাকার কথা, তার দ্বিগুণ মজুত রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে নওগাঁয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা কলেন।

মন্ত্রী বলেন, ‘প্রায় ১৮ লাখ টন চাল সরকারি গুদামে মজুত আছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই যোগ হবে নতুন আমনের ফলন। সব মিলিয়ে দেশে খাদ্য সংকটের কোন আশঙ্কা নেই।’ খাদ্য নিয়ে অযথা কেউ যাতে গুজব ছড়াতে না পারেন সে দিকে ব্যবসায়ীসহ সবাইকে সচেতন থাকার আহবান জানিয়েছেন মন্ত্রী।

এর আগে চেম্বর ভবনে ফিতা কেটে মুজিব কর্ণার ও ডাইরেক্টস লাউঞ্জের উদ্বোধন করেন মন্ত্রী। পরে চেম্বারের মেম্বার্স ডে অনুষ্ঠানে যোগ দেন সাধান চন্দ্র মজুমদার।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের নেতারাসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধাররা উপস্থিত ছিলেন। তারা দেশের যে কোনো সংকটে সহযোগিতা ও মানুষের পাশে দাড়ানোর প্রতিশ্রুতি দেন।

পূর্ববর্তী নিবন্ধ৫০ শিল্প অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর রোববার
পরবর্তী নিবন্ধঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্বের প্রতীক, পথপ্রদর্শক: রাষ্ট্রপতি