নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড় জেলা সদরের ২৫০ জন প্রবীণকে শীতবস্ত্র (কম্বল) দিয়েছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। রোববার আনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিক’র উপ-পরিচালক জনাব আবু রিয়াদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা সমাজসেবার উপ-পরিচালক অনিরূদ্ধ কুমার রায়। আরও উপস্থিত ছিলেন, সংস্থাটির প্রবীণ কর্মসূচীর কেন্দ্রীয় সমন্বয়কারী ফেরদৌসী বেগম, দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার এবিএম জাহিদুল কবির, প্রবীণ কর্মসূচীর আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমানসহ আরও অনেকে।
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মো. তমিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রিক পঞ্চগড় এরিয়ার এরিয়া ম্যানেজার আ. মালেক প্রামানিক শামীম।
জানানো হয়, রিক’র নিজস্ব অর্থায়নে প্রবীণদের উন্নয়নে প্রবীণ কল্যাণ কর্মসূচি আওতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের প্রবীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে রিক তিন দশকেরও অধিক সময় ধরে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।