আবারো বাড়ছে গ্যাস বিদ্যুতের দাম

নিজস্ব প্রতিবেদক : আবারো কী বাড়ানো হচ্ছে গ্যাস-বিদ্যুতের দাম? গ্রাহকদের মনে এ রকম একটি প্রশ্নের দেখা দিয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এখতিয়ার ক্ষুণ্ণ করে বিদ্যুৎ ও গ্যাসের দাম সরাসরি নির্ধারণের ক্ষমতা নিজের হাতে নিতে যাচ্ছে সরকার।

এ জন্য বিইআরসি আইনের সংশোধন মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন করা হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতাবলে অধ্যাদেশ জারির মাধ্যমে দ্রুততম সময়ে সংশোধনী কার্যকর করা হবে বলে জানা গেছে সংশ্নিষ্ট সূত্রে ।

জানা গেছে, আইএমএফের শর্ত বা পরামর্শ অনুযায়ী স্বল্প সময়ের মধ্যে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হতে পারে। সে জন্য আইন সংশোধনে তাড়াহুড়ো করছে সরকার। সংসদে এ আইন পাস করতে হলে কিছুটা সময় বেশি লাগবে।

সূত্র বলছে, আগামী ফেব্রুয়ারি মাসে বহু কাঙ্ক্ষিত আইএমএফের প্রথম কিস্তির ঋণের অর্থ পাওয়ার আশা করছে বাংলাদেশ। এর আগে আইএমএফের বোর্ড সভায় এ ঋণ প্রস্তাব অনুমোদন হতে হবে।

গত সোমবারের মন্ত্রিসভা কমিটিতে উত্থাপিত আইন সংশোধনের সারসংক্ষেপে জ্বালানি বিভাগের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে সংসদ অধিবেশন নেই, কিন্তু আশু ব্যবস্থা গ্রহণে বিশেষ পরিস্থিতি বিদ্যমান।

কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, গ্যাস বিতরণ কোম্পানির কমিশন কমানো, বিভিন্ন আয়-ব্যয় বিষয়ে প্রশ্ন তুলে কমিশন আমলাদের চক্ষুশূল হয়েছে। তাই আইএমএফের শর্তের সুযোগে বিইআরসিকে ঠুঁটো জগন্নাথ বানিয়ে দেওয়া হলো। এখন আমলারা যা চাইবেন, তা-ই হবে। ইচ্ছামতো যখন তখন নিত্যপণ্যের দাম বাড়াবে। জনগণের পকেট কাটা হবে।

পূর্ববর্তী নিবন্ধআয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর অনুরোধ এফবিসিসিআই’র
পরবর্তী নিবন্ধফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২ উপশাখা উদ্বোধন