এসএমই উদ্যোক্তাদের জন্য এবি ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি : এবি ব্যাংক লিমিটেড ব্যবসা উন্নয়নে এসএমই উদ্যোক্তাদের করণীয় এবং ব্যাংকের ভূমিকা শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে।

সম্প্রতি বরিশালে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে বরিশাল অঞ্চলের নতুন এসএমই উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ, প্রতিকূলতা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ সমূহ নিয়ে আলোচনা করা হয়।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী নতুন এসএমই উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট দেওয়া হয়। এসময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি সহযোগিতায় ইইউ-র ধারণার সঙ্গে একমত নয় বাংলাদেশ
পরবর্তী নিবন্ধব‌্যাংক গুজবে কান দেবেন না: প্রধানমন্ত্রী